মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা পলাশবাড়ী বেশ কয়েকটি স্থানে গত কয়েক দিন মাঠ পর্যায়ে পুলিশ না থাকায় বাসা বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে আশংঙ্কা জনক হারে বেড়েছে চুরি।শুধু রাতেই নয় দিনের বেলায় ও হচ্ছে দুঃসাহসিক চুরি।
তথ্যানুসন্ধানে যানাযায়,গত বুধবার দিবাগত রাতে পলাশবাড়ী পৌর শহরের অভিজাত এলাকা খ্যাত প্রফেসার পারায় উপ সহকারী কৃষি কর্মকর্তা নাজমা ছিদ্দিকার বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
সিসি টিভি ফুটেজে দেখা যায় রাত ২ টা থেকে ৩ টার মধ্য দুই জন চোর গেট দিয়ে প্রবেশ করে একটি অত্যাধুনিক আইপিএস চুরি করে নিয়ে যায়।
অপরদিকে ১৬ আগষ্ট শুক্রবার জুম্মার নামাজের সময় মুখোশধারী একটি চোরদল হেলমেট পরিহিত অবস্থায় কালীবাড়ি বাজারে আরিফ নামে জনৈক্য ব্যাবসায়ীর
চালের আরতের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।এসময় দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক না হওয়ায় এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।