ঈদগাঁও প্রতিনিধিঃ
জামায়াতে ইসলামীর ঈদগাঁও উপজেলা শাখার সাবেক আমির,জেলা জামায়াতের প্রবীণ রুকন, ইসলামাবাদ পাহাশিয়াখালী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্বাসের জানাজা সম্পন্ন হয়েছে।
২রা মার্চ সকালে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মরহুমের দৌহিত্র মাওলানা মোহাম্মদ নোমান। এতে হাজার হাজার মুসল্লীর ঢল নামে। জানাযায় সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজলের অনুপ্রেরণায় কক্সবাজার জেলা বিএনপি’র সহ-সভাপতি এম, মমতাজুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য সোহেল জাহান চৌধুরী, খেলাফত মজলিস জেলা শাখার সদস্য হাফেজ শহীদুল্লাহ মিয়াজী, সদস্য ইমরান উদ্দিন, আবুল হাশেম প্রকাশ বিমান মৌলভী, অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার জাকির হোসাইনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক, সাংস্কৃতিক,পেশাজীবী, শিক্ষক ও ছাত্র সংগঠন নেতৃবৃন্দ,আলেম- উলামা ও জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
জানাযা পূর্বে মরহুমের স্মৃতিচারনমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, বর্তমান নায়েবে আমির মাওলানা মুফতি হাবিবুল্লাহ, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী ও মরহুমের পুত্র। উপস্থিত ছিলেন, জেলা জামায়াত নেতা অলি উল্লাহ, খুরশেদ আলম আনসারী, ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা দেলাওয়ার হোসাইন,সদর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর।
ঈদগাঁও উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার আমির সোলতান, সেক্রেটারি নুরুল আজিম, খুরুশকুল ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল মাওলানা মোস্তাক,ছাত্রশিবির জেলা শাখার অর্থ সম্পাদক আব্দুল আলিম, ঈদগাঁও উপজেলা শাখা সভাপতি হাফেজ শাহেদ মোস্তফাসহ জামায়াত ও শিবিরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। শেষে মরহুমের নিজ গ্রাম পাহাশিয়া খালী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।