বানারীপাড়ায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় ছেলে মৃত্যুশয্যায় মা সহ আহত দুই জন
শফিক শাহিন,বানারীপাড়াঃ
বরিশালের বানারীপাড়া বাইশারী ইউনিয়নে মাদক সেবন ও বিক্রিতে বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় খুন জখমের ঘটনা ঘটে ছেলে মৃত্যুশয্যায়
মা সহ আহত দুই।
জানা গেছে ৫ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সেলিম হাওলাদারের বাড়িতে এ নির্মম হামলার ঘটনা ঘটে। সেলিম হাওলাদারের ছেলে রিয়াজ একই বাড়ির শাহে আলম ফকিরের ছেলে আনিস ফকিরকে বাড়িতে মাদক সেবন নিষেধ করে এবং বলে যে বাড়িতে গাঁজার গন্ধে আমরা অতিষ্ঠ তোমরা মাদক সেবন ও বিক্রি এই বাড়িতে করতে পারবে নাহ,এই সব কথা শুনে আনিস তেলেবাগুনে জ্বলে উঠে এবং দুই জনের মধ্যে বাকবিতণ্ডাতার এক পর্যায়ে হাতাহাতির সময় আনিস ও তার ভাই জাহিদ এসে রিয়াজে উপর চড়াও হলে আনিস রিয়াজকে খুন জখমের উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।
রিয়াজের ডাকচিৎকার শুনে মা এগিয়ে আসলে তাকেও কোপ দেয়া হয়,পরে স্থানীয়রা আহত রিয়াজ ও তার মা মাকসুদা বেগম,বাবা সেলিম হাওলাদার ও চাচা আব্দুল আউয়ালকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে রিয়াজের ফুসফুসে মারাত্বক জখম হওয়ায় দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করা হয় এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।এদিকে ঘটনাটি অন্যদিকে প্রভাবিত করতে হামলাকারীরাও বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিতে আসে বলে জানা যায়। এ ঘটনায় বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী বলেন
ঘটনার তদন্তে সাপেক্ষে মামলা নিয়ে আসামীদের গ্রেপ্তার করা হবে।