বরিশাল

বানারীপাড়ায় সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দিনমজুর যুবকের

শফিক শাহিন বরিশালঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মন্নান হাওলাদের ছেলে চান মিয়া(৪৫) সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন।জানা গেছে বাইশারী ইউনিয়নের দান্ডয়ান্ড গ্রামের মোঃ দেলোয়ার নামে এক ব্যক্তির বাড়িতে ২৪ নভেম্বর শুক্রবার সকাল ৮টায় সুপারি পাড়ার সময় গাছের কাছে বিদ্যুৎ এর লাইন থাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন।

মৃত্যুকালে চান মিয়া বৃদ্ধ মা, ৮ মাসের অন্তঃসত্ত্বা
স্ত্রী ও দুই মেয়ে এক ছেলে রেখে গেছেন। ১ মাত্র দিনমজুর চান মিয়াকে হাড়িয়ে পরিবারের সদস্য পাগল প্রায়। চান মিয়ার স্ত্রী সালমা বেগম বলেন আমার স্বামী যে সময় যে কাজ পেত সেটা করেই কোন রকম সংসার পরিচালনা করত,তার হঠাৎ চলে যাওয়ায় মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে। আমি কিভাবে যে গর্ভের ৮ মাসের অন্তঃসত্ত্বা সন্তান সহ আরও তিন সন্তান নিয়ে সংসার চালাবো।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী জানান সুপারি পাড়তে গিয়ে দিনমজুর চান মিয়ার মৃত্যু হয়। তার পরিবারের কোন অভিযোগ না থাকায় যথাযথ আইনী প্রক্রিয়ায় ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button