শফিক শাহিন বরিশালঃ
স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে স্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (০১ নভেম্বর) সকাল ১১ টায় বানারীপাড়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সরদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাবা ফাতিমা আজরীন তন্বী।
বরিশাল জেলা ও বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ সরদারের সঞ্চলনায় আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃরফিকুল ইসলাম,উপজেলা ইউডিএফ কর্মকর্তা সুসান্ত কুমার বিশ্বাস,উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন শাহিন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু,সাংবাদিক এস মিজানুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন,সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,সহ সভাপতি রেজাউল ইসলাম বেল্লাল,সৈয়দকাঠী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,কাওছার হোসেন প্রমুখ।
এ সময় যুব দিবসে ৮ জন প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবক ও যুব মহিলাকে যুব ঋণের আওতায় ৪ লাখ ১০ হাজার টাকা চেক বিতরণ করা হয় । এবং যুব উন্নয়ন অধিদপ্তরাধীন(টেকাব) ২য় পর্যায়ে ২ মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ ও তাদের মধ্যে মেধাতালিকায় ৩ জনকে পুরস্কৃত করা হয়েছে। তারা হলঃ ১ম.মোসাম্মৎ উর্মি আক্তার,২য় মোঃ সাজ্জাদ হোসেন ও ৩য়. আছিয়া ইসলাম।
যুব দিবসে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন যুব সমাজের মেধা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব। আমি আশা করি, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুব সমাজ তাদের প্রতিভা ও প্রাণশক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে অবদান রাখবে।
শফিক শাহিন,
বানারীপাড়া প্রতিনিধি
০১/১১/২০২৩