কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চট্টগ্রামের কর্ণফুলীতে গাড়ি ভাঙচুর এবং অগ্নি সংযোগের ঘটনায় করা মামলার আসামি মোঃ নূর আলমকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭। নূর আলম উপজেলার উত্তর দিয়ান কুটিরপাড়া এলাকার মোঃ এনায়েত আলীর ছেলে।
শুক্রবার (৩ নভেম্বর) রাত ৮টায় ভেল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরল আবছার। তিনি জানান, গত ১ নভেম্বর অবরোধ চলাকালীন সময় ভেল্লাপাড়া এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি মামালা দায়ের হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভেল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি মোঃ নূর আলমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আসামি। এ ঘটনায় অন্য আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।