কামরুল ইসলাম চট্টগ্রামঃ
বিএনপির মহাসমাবেশ থেকে পুলিশের উপর হামলা চালিয়ে নিজেদের মহাসমাবেশ নিজেরাই বানচাল করে বলে জানিয়েছেন আওয়ামী লীগ ও পুলিশ। অন্যদিকে পুলিশ ও আওয়ামী লীগ আরও বলেন বিএনপি মিথ্যা অভিযোগ করে রবিবার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে তাদের এই অযুক্তিক হরতালে লোহাগাড়া সহ চট্টগ্রাম দক্ষিণ জেলার কোন উপজেলার তৃণমূল নেতাকর্মীদের পিকেটিং করতে জনগণ কে সাড়া দিতে দেখা যায়নি ।
শনিবার (২৮ অক্টোবর) বিকেল তিনটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতালের ঘোষণা দিয়েছিলেন।
এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ চলাকালে দলটির নেতাকর্মীরা অহেতুক পুলিশ ও সাংবাদিকের উপর দফায় দফায় হামলা করে। রাজধানীর কাকরাইল মোড়ের কাছ থেকে শুরু হওয়া এই হামলায় বিএনপির পক্ষ থেকে রণক্ষেত্রে পরিণত করা হয় পুরো পল্টন এলাকা। এতে বিএনপির মহাসমাবেশস্থল ফাঁকা হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শির জানায় ।
এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছেন বিএনপির কর্মীরা। পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এতে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।