চট্টগ্রাম

হয়তোবা আমাদের মাজ থেকে বিদায় নিয়েছে বৃষ্টি আগমন করেছে ঠান্ডা শীত

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েক দিন ধরে দু-এক জায়গায় বৃষ্টি হলেও প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। এ ছাড়া দেশের আর কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

সংস্থাটি বলছে, সোমবার সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্কই থাকবে। আর দিন ও রাতে এই তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

সোমবার (১৬ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী দুই দিনও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনে সামান্য পরিবর্তন হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে তিন দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা ও মোংলায় ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২১.০ ডিগ্রি সেলসিয়াস।

এই বিভাগের আরও খবর

Back to top button