চট্টগ্রাম

নগরীর মত হাইওয়ে সড়কে ও অটোরিক্সা ও সিএনজি বন্ধ ঘোষণা করেন সিএমপি

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সকল সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোসহ এই ধরনের সকল অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করছেন সিএমপি। কিন্তু এই যানবাহন বন্ধ ঘোষণা করলেও দাপটের সাথে চট্টগ্রাম নগরী সহ হাইওয়ে সড়কে চলছে । এই আইন অন্তকালীন সরকার আসার পর বন্দ করা হয় তার কারণে চট্টগ্রাম নগরী সহ হাইওয়ে সড়কে যানযটের কারণে প্রাকৃতিক সৌন্দর্য নষ্টের পাশাপাশি জনজীবন অতিষ্ঠ হয়ে উঠে। তার কারণে আবারও এই আইন পূনরায় বহাল করেছেন সিএমপি কিন্তু যানযট থেকে হাইওয়ে সড়কে মুক্ত করতে হাইওয়ে সড়কেও এই আইন পূনরায় বহাল রাখা অতি জরুরি বলে মত প্রকাশ করেছেন সচেতন মহল। সোমবার সকাল থেকে এই আইন কার্যকর করা হচ্ছে নগরীতে। সিএমপির ট্রাফিক বিভাগ এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। গতকাল সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সিএমপির ট্রাফিক বিভাগের এই উদ্যোগে সহায়তা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button