পটুয়াখালী
পটুয়াখালীর দুমকি আঙ্গারিয়া বাহেরচরে নদী ভাঙ্গন রোধে কাজ শুরু উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে
মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালীঃ
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় আংগারিয়া ইউপির বাহেরচর গ্রামে পায়রা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় বালু ভর্তি বস্তা দিয়ে ভাঙ্গন রোধ করার কাজ শুরুর পূর্ব মুহুর্তে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এলাকা বাসী জানায় ১৪ অক্টোবর বাহেরচর নদীর তীরে দ্বীর্ঘদিন পায়রা নদীর করাল গ্রাসে গ্রামটি বিলীন হওয়ার পথে। এখন ভাঙ্গন রোধ কল্পে বালু ভর্তি বস্তা দিয়ে বেরিবাধ নির্মান কাজের আরম্বের পূর্ব মুহুর্তে দোয়া অনুষ্ঠানে দুমকি উপজেলা চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার, আংগারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর, উপস্থিত থেকে মোনাজাত পরিচালনা করেন আংগারিয়ার পীর সাহেব আলহাজ্ব মাওলানা শাহ মোঃ খলিলুর রহমান, দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।