মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে নবগঠিত কমিটির বিরুদ্ধে মহল বিশেষের নানা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা জাতীয় শ্রমিকলীগ। গতকাল রবিবার বেলা ১১টায় প্রেসক্লাবে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত নূতন কমিটির সভাপতি হাওলাদার মোশাররফ হোসেন তার লিখিত বক্তব্যে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় নবগঠিত উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, সহ সভাপতি মিলন গাজী, মোঃ বশির উদ্দিন চৌকিদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার, কোষাধ্যক্ষ আবুল কালাম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে হাওলাদার মোশাররফ অভিযোগ করেন, নেতৃত্ব থেকে ছিটকে পরে সাবেক সভাপতি খন্দকার মোশাররফ সহ তার সহযোগিরা নবগঠিত কমিটিকে বিতর্কিত করতে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছেন। একই সাথে মিথ্যে ও মনগড়া তথ্য সরবরাহ করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যে সংবাদে গুজব ছড়াচ্ছে। প্রকৃত পক্ষে নূতন কমিটিতে বহিস্কৃত, নব্য বা হাইব্রিড কেউ নেই। উল্লেখ্য, গত ২০ অক্টোবর পটুয়াখালী জেলা শ্রমিকলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ৫৫ সদস্যের নুতন কমিটি অনুমোদন দেয় জেলা জাতীয় শ্রমিকলীগ।