কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চুনতীর ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ১৫তম দিবসের আলোচনায় বক্তারা
শান্তির সমাজ প্রতিষ্ঠায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) আদর্শ সব ক্ষেত্রে বাস্তবায়ন
১১ অক্টোবর ২০২৩ বুধবার যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ১৫তম দিবসের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা মোজাফ্ফর হোছাইন নদভী’র সভাপতিত্বে “ওযুর ফরজ, সুন্নাত ও মুস্তাহাব সমূহের বিবরণ” বিষয়ে আলোচনা করেন কক্সবাজার বাহারছড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা শফিউল আলম, আলোচনা করেন পটিয়া গাজী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ঈসমাইল কুতুবী,“ইসলামের দৃষ্টিতে অপচয় ও অপব্যয়; কারণ, ক্ষতি ও প্রতিকার” বিষয়ে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোছাইন, “শান্তির সমাজ প্রতিষ্ঠায় মুহাম্মদুর রসূলুল্লাহ (সা.)” বিষয়ে আলোচনা করেন ঢাকা টঙ্গী জামেয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোবারক হোছাইন চৌধুরী। বক্তারা বলেন শান্তির সমাজ প্রতিষ্ঠায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) আদর্শ সব ক্ষেত্রে বাস্তবায়ন ও তাঁর অনুপম চরিত্র-মাধুর্য এবং সত্যনিষ্ঠার কথা বিশ্বের সর্বত্র ছড়িয়ে ছিল। কিশোর বয়সে তিনি ‘হিলফুল ফুজুুল’ নামক শান্তিসঙ্ঘ গঠন করে সামাজিক অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর্তমানবতার সেবা, অত্যাচারীকে প্রতিরোধ, অত্যাচারিতকে সহযোগিতা, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং গোত্রে গোত্রে সম্প্রীতি বজায় রাখা ছিল এ শান্তিসঙ্ঘের অঙ্গীকার বাণী। মানুষের কল্যাণে তাঁর গড়া স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি পৃথিবীর প্রথম সাংগঠনিক রীতিতে প্রতিষ্ঠিত আদর্শ সমাজ সংস্কারমূলক প্রতিষ্ঠান। যার মাধ্যমে তিনি সমাজ জীবনে শান্তিশৃঙ্খলা বিঘ্নকারী সব কার্যক্রম প্রতিরোধে পদক্ষেপ নিয়ে মক্কা থেকে যাবতীয় অন্যায়-অত্যাচার ও সন্ত্রাসবাদ উচ্ছেদ করে সুশীল সমাজ গঠনে সচেষ্ট হন।
কালামে পাক থেকে তেলাওয়াত করেন জমির উদ্দিন, ক্বারী মাওলানা নূর আহমদ, মুহাম্মদ মারসাদ। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন আবদুল মন্নান, মুহাম্মদ আবদুল হক, কামরুল হোসাইন রাকিব, হাদিসুর রহমান মিসবাহ। চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, মাওলানা অলিউদ্দিন, শাহজাদা তৈয়বুল হক বেদার, শাহজাদা মাওলানা ইমাম বায়হাকী (ইতমাম) প্রমূখ।