কক্সবাজারের ঈদগাঁওতে নিরাময় হোমিও ক্লিনিক ও গবেষণা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে
এম আবু হেনা সাগর ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সর্বাধুনিক হোমিও চিকিৎসা প্রতিষ্ঠান নিরাময় হোমিও ক্লিনিক ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন হয়েছে।
৬ই অক্টোবর (জুমাবার) দুপর ২টায় ঈদগাঁও স্টেশনস্থ আরাফাত শপিং কমপ্লেক্সের নিচের তলায় চেম্বারটি ফিতা কেটে উদ্বোধন করেন-প্রফেসর ডা: জাহাঙ্গীর আলমের শ্রদ্ধেয় মাতা রাজিয়া বেগম। এর পরপরেই আলেম-ওলামা দের নিয়ে খতমে কোরআন অনুষ্ঠিত হয়েছে।
প্রথম দিন মাত্র একশত টাকা ফিতে রোগী দেখেন খ্যাতিমান হোমিও চিকিৎসক প্রফেসর ডা: দেবব্রত ভট্টাচার্য (চট্টগ্রাম) ও প্রফেসর ডা: জাহাঙ্গীর আলম।
অরজিনাল জার্মানি হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়। হোমিওপ্যাথি একটি বিজ্ঞানভিত্তিক আদর্শ চিকিৎসা পদ্ধতি। হোমিও মেডিসিনে পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই বললেই চলে এবং এটি অল্প সময়ে বিনা কষ্টে যেকোন জটিল রোগ মূল থেকে নির্মূল করে।
প্রফেসর ডা: জাহাঙ্গীর আলমের অভিজ্ঞতা- ইতোমধ্যে চর্ম,যৌন রোগ, অর্শ্ব রোগ, টিউমার, জরায়ু টিউমার, অনিয়মিত ঋতুস্রাব, লিকুরিয়া, সিস্টাইটিসও মানসিক সমস্যাসহ বহু রোগীর বিভিন্ন লক্ষণ গভীরভাবে নিরীক্ষণ ও পর্যবেক্ষণের মাধ্যমে লক্ষণসমষ্টি নির্ণয় করে জার্মানি একক ঔষধ ও বায়োকেমিক প্রয়োগ করে আশ্চর্য ফলাফল লক্ষ্য করেছি। তবে রোগী স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে,হোমিও ঔষধের পাশাপাশি জীবনাচরণ ও খাদ্যাভ্যাসের পরিবর্তন একান্ত জরুরি।
হোমিও চিকিৎসা সেবা গ্রহণ করুন,জীবনাচরণ ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন, রোগমুক্ত সুস্থ ও সুন্দর জীবন গড়ুন। সবার সুস্থ ও সুন্দর জীবনও কামনা করেন। দোয়া রাখবেন সেবার মহান ব্রত নিয়ে চিকিৎসা জগতে নিজের জীবন আলোয় আলোকিত করতে পারি।
প্রতিদিন হোমিওপ্যাথিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন- প্যাথলজি ও জিওথেরা পিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্রফেসর ডা: জাহাঙ্গীর আলম ও স্ত্রী রোগ ও শিশু রোগে বিশেষ অভিজ্ঞ ডা: সাবিহা ইসলাম সোনিয়া।