চট্টগ্রাম

দোহাজারী হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে পালিত হয়েছে

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
অদ্য ২৬/০৯/২০২৩খ্রি. দোহাজারী হাইওয়ে থানা,চট্টগ্রাম, কুমিল্লা রিজিয়ন,কুমিল্লা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে এবং কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ নাসিম খান পিপিএম,সহকারী পুলিশ সুপার চট্টগ্রাম হাইওয়ে সার্কেল।বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন পরবর্তী সময়ে উক্ত বক্তব্য বাস্তবায়নে আশ্বস্ত করেন সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন দোহাজারী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইরফান

উক্ত ওপেন হাউজ ডেতে বক্তারা বলেন মহাসড়কে ত্রি হুইলার বন্ধে দোহাজারী হাইওয়ের সাহসী চৌকস পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইরফানের নেতৃত্বে কাজ করে যাচ্ছে তরুণ কিছু পুলিশ অফিসার
মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ত্রি হুইলার গাড়ির বিরুদ্ধে সবসময় অভিযান পরিচালনা করছেন ওসি মোঃ ইরফান। প্রতিদিন সকাল থেকে দোহাজারী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইরফান, দোহাজারী থানার অফিসার ফোর্স সঙ্গে নিয়ে নিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অভিযান চালান।

মহাসড়কের বিজি ট্রাস্ট এবং চুনতী পরেষ্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে তিন চাকার চালিত গাড়ি গুলো আটক করে মামলা দিয়ে যাচ্ছে প্রতিদিন। এসময় বেশ কয়েকটি অবৈধ গাড়ির বিরুদ্ধে যানবাহন আইনে মামলা দেয় হাইওয়ে পুলিশ। দোহাজারী হাইওয়ে থানার পুলিশ অফিসার ইনচার্জ মোঃ ইরফান বলেন– নিয়মিত হাইওয়ে পুলিশ মহাসড়কে অবৈধ গাড়ি নিয়ন্ত্রণ করছে।

প্রতিদিন দোহাজারী হাইওয়ে থানা পুলিশকে সঙ্গে নিয়ে চেকপোস্ট বসিয়ে ত্রি হুইলারের বিরুদ্ধে অভিযান চালিয়েছি। অবৈধ গাড়ির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ চলমান আছে এবং থাকবে।

এই বিভাগের আরও খবর

Back to top button