মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ
রাজশাহীর মোহনপুরে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজসহ সার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে ১৫০ কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এম এ মান্নান, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, কৃষক লীগের সভাপতি মহসিন মোল্লা।
কৃষি বিভাগ থেকে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকার ১৫০ কৃষকের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি সার, ২০ কেজি এমওপি, ৬ কেজি জৈব সার,দুই ধরনের কীটনাশক, সুতলি, পলিথিন এবং নগদ ২ হাজার আটশত টাকা করে দেওয়া হয়।
চলতি অর্থবছরে খরিপ ২০২৩-২৪ মৌসুমে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এ উপকরণ বিতরণ করা হয়েছে।