শর্মিলা সরকারঃ
ওরা নিকৃষ্ট,ওরা শয়তান!ওরা মাংসাশী হায়েনার দল। ওদের চোখে তীক্ষ্ণ দৃষ্টি যেন বিষধর সাপ!ওদের বয়স যত বাড়ে ওরা নির্বোধ ঘৃণ্য প্রাণীতে নিজেকে পরিণত করে।একটু কথা,একটু হাসি,ওরা বড় দুর্বলতা মনে করে!ওরা জানে না, সবাইকে বশ করা অত সহজ না।অনেককে বহু প্রলোভন দিয়েও বশ করা যায় না,জানেনা!
ওরা একজনে নয়,বহুজন চায়,ওরা ধরে ছাড়ে সুখ
নাহি পায়।ওরা ধ্বংস করে অন্যের জীবন
নিজের ধ্বংস বোঝেনা।ওদের ক্ষুধা নিবারণ,
কিছুতেই যেন হয় না।ওরা নারীকে ভাবে ভোগ্যপণ্য
মান দিতে জানে না।ওরা নিজের মান নিজেই খোয়াই
বোধ তবু ফেরেনা।ওরা শয়তান ওরা মাংসাশী হায়েনা!