মোঃ মিন্টু শেখঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএন জিএ)৭৮তম অধিবেশনে তার দেওয়া ভাষনে বলেন। যুদ্ধ স্যাংশনও সংঘাতের পথ পরিহারে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তার ভাষনে বলেন বিশ্বনেতাদের কাছে আমার আবেদন আসুন যুদ্ধ স্যাংশনও সংঘাতের পথ পরিহার করি।
এবং আমাদের জনগণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী শান্তি মানবজাতির কল্যান এবং অনৈতিক সমৃদ্ধির জন্য সম্মিলিতভাবে কাজ করি।প্রধানমন্ত্রী বলেন ১৯৭৫ সালের ১৫ আগষ্ট আমার পিতা, জাতির পিতা ও বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে,নিমমভাবে, হত্যা করা হয়। সেদিন আমার মা,আমার তিন ছোট ভাই,চাচাসহ পরিবারের মোট আঠর সদস্যকে হত্যা করা হয়েছিল। আমার ছোট বোন এবং আমি বিদেশে থাকায় সেই ববরতা থেকে বেচে গিয়েছিলাম, এর আগে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের (৩০লাখ) দেশবাসীকে হত্যা করা হয়। দুই লাখ নারী নিমম নির্যাতনের শিকার হন,আমি নিজে নিপীড়িত এবং যুদ্ধ ও হত্যার নৃশংসতার প্রত্যক্ষদর্শী হিসেবে যুদ্ধ হত্যা অভ্যুথান ও সংঘাতের ভয়াবহতার কারণে মানুষ যে বেদনা ও যন্ত্রণা সহ্য করে তা অনুভব করতে পারি।প্রধানমন্ত্রী তার ভাষনে রোহিঙ্গা সংকটে অপর আলোকপাত করে বলেন,বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চাই।
এবং সেখানে তারা শান্তিপূর্ণ জীবন যাপন করর্তে আগ্রহী আসুন আমরা এই নিঃস্ব মানুষের জন্য তাদের নিজের দেশে ফিরে যাওয়া নিশ্চিত করি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন ও অন্যন্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান।তিনি ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটনের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন, এবং সেখানে ২৯ সেপ্টেম্বর পযন্ত অবস্থান করবেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফর শেষ করে তিনি ২৯ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন।সেখানে (৩ অক্টোবর) পযন্ত অবস্থান করবেন, এবং সবশেষে (৪ অক্টোবর) তার দেশে ফেরার কথা রয়েছে।