দেশজুড়ে

লোহাগাড়ায় অফিসার ইনচার্জ রাশেদুল ইসলামের নেতৃত্বে ৭০ হাজার ইয়াবা ও ব্যবসায়ী সহ গাড়ি আটক

কামরুল ইসলামঃ
লোহাগাড়া থানায় ৭০ হাজার ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলো ২ মাদক কারবারী, আটক করেছে লোহাগাড়া থানার পুলিশ অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম।

বিষয় বস্তু হচ্ছে কক্সবাজার থেকে ৭০ হাজার ইয়াবা নিয়ে দুই মাদক কারবারী যাচ্ছিলো মাদারিপুর জেলায়। চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানা পুলিশ চুনতি বন কর্মকর্তার অফিসের সামনে চেক পোস্ট বসিয়ে দুই মাদক কারবারীকে আটক করে ।

বুধবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় পুলিশ মাদক কারবারীদের আটক করে বলে চট্টগ্রাম গণমাধ্যম কে নিশ্চিত করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি মাইক্রো বাসে তল্লাশী চালিয়ে আমরা দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছি। এসময় তারা কক্সবাজার থেকে ৭০ হাজার ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলো।

দুই মাদক কারবারীর বাড়িই মাদারিপুর জেলার শিবচরে। আটক টিটু মিয়া (৪১) মাদারীপুর জেলার শিবচর পৌরসভার গুয়াতলা বাহেরচরের আব্দুর রাজ্জাকের ছেলে। অপরজন আরজু খান (৩৫) একই এলাকার মোশারফ খানের ছেলে।

তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি রাশেদুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

Back to top button