মোঃ নাজমুল হাসান নাজিরঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের স্মরণে বগুড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট ) বিকেলে শহরের টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া পান্না। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যকে নির্মম বুলেটের আঘাতে হত্যা করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রুখে দিয়েছিল খুনিরা। দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তারা। ওরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়েই সব শেষ করে দিতে পেরেছে। কিন্তু ওরা জানত না, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জাতির পিতা আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছিলেন আর তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একটি উন্নত সমৃদ্ধ দেশ উপহারের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, ঘাতকদের চক্রান্ত এখনো শেষ হয়নি। তাদেরকে মোকাবিলা করতে আমাদের শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে চতুর্থ বারেরমত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তাহলেই দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মিরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকির সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবা খাতুন ঝর্ণা, চামেলি খাতুন, শিউলি বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনা খাতুন, রওশন আরা রেবা, কোহিনুর বেগম, ফেরদৌসী বেগম রুম্পা, বিলাসী রানী, দিলরুবা আমিন, স্বপ্না চৌধুরীসহ জেলা ও উপজেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত ও শেখ হাসিনার সুস্থতা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।