লামা উপজেলা প্রতিনিধিঃ
লামা আলীকদম কক্সবাজার রাস্তার উপর দিয়ে পানি গতিসীমা লংঘন করেছে সবাইকে বাড়ির বাইরে যাওয়া জন্য নিষেধ করা যাচ্ছে পরবর্তী নির্দেশ না দেওয়ার নির্দেশ না পাওয়া পর্যন্ত
যার যাহার নিরাপদ আশ্রয় থাকার জন্য অনুরোধ করা হইল
লামা সহ বান্দরবানের মানুষ চলাচলে ব্যর্থ হচ্ছে লাগাতার পাঁচ দিন ধরে বৃষ্টি হইতেছে ঘূর্ণিঝড়ের আশঙ্কর কারণে মানুষ তো সবাই ভয় পাইতেছে এবং বান্দরবানসহ লামা ও পাহাড়ি এলাকা বৃষ্টির কারণে পাহাড়ি ঢাস নামতে শুরু হয়েছে এ কারণে পাহাড়ের নিচো এলাকায় বসবাসকারী
লোকজনদের অন্যথায় সরিয়ে নেওয়া হয়েছে কক্সবাজার সাগর ঘূর্ণিঝড়ের কারণে তান্ডব চালিয়ে যাচ্ছে এসব এলাকার রাস্তাঘাট খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে পাহাড়ী ডসের কারণে
সকল জনসাধারণকে জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দ্বি না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে যে কোন সময় ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এবং সুভদ্রের পানি ১০ থেকে ১৫ ফুট উচ্চতায় প্রবাহিত হতে পারে সকল মাছ ধরার জেলে ও নওজানকে পরবর্তী নির্দেস না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হচ্ছে লামা বান্দরবান নীলগির রাঙ্গামাটি থানচি আলীকদম সমস্ত পাহাড়ি এলাকার কোন সাধারনের কাঁছে আকুল আবেদন সাবধানে থাকবে ও নিরাপাতা আশ্রয় থাকবে সেই সাথে।