মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় জাতীয় শোক দিবস ২৩ পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী পালন ও জাতীয় শোক উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ২ আগষ্ট দুপুর ১২টার সময় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহ্ রা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুস সামাদ, সহকারি কমিশনার ভূমি মিথিলা দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহা, যুব কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার, মোহনপুর থানা সেকেন্ড অফিসার এসআই দেবাশীষ নন্দি,
ঘাসিগ্রাম ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বাবলু, মোহনপুর দলিল লেখক সমিতির সভাপতি ইসরাইল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ হুমায়নসহ সকল সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।