দেশজুড়ে

নড়াইলে নাশকতা মামলায় জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার।

মোঃ মিন্টু শেখঃ
নড়াইলে নাশকতা মামলায় জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। সোমবার (৩১ জুলাই) রাতে সদর থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অদ্য মঙ্গলবার (০১ আগস্ট) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল সদর থানার কমলাপুর(ঘোষপুর) গ্রামের মোঃ মশিয়ার মোল্যার ছেলে মোঃ মিঠুন মোল্যা(২৫), খলিশাখালী গ্রামের মৃত আনসার উদ্দিন ফকিরের ছেলে মোঃ হাসান ফকির(৫৯), নাকশী গ্রামের মৃত সলেমান শিকদারের ছেলে মোঃ ইব্রাহিম শিকদার(৪৫), কোমখালী গ্রামের মৃত ফসিয়ার রহমানের ছেলে মোঃ সলেমান মোল্যা (৪৫), ননীক্ষীর গ্রামের মৃত মতিয়ার রহমান মাসুদের ছেলে মোঃ আক্তার হোসেন বিল্লাল(৫০), আগদিয়া গ্রামের মৃত হাজী আব্দুল আজিজের ছেলে নাজমুল ইসলাম(৪০), আউড়িয়া গ্রামের মৃত ইউনুস মোল্যার ছেলে মোঃ ফিরোজ মোল্যা(৪৮), শেখপাড়া গ্রামের মৃত ওসমান গনির ছেলে মোঃ মাকিবুর রহমান(৫৩), শেখহাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে মোঃ মুস্তাহিদ হোসেন(৩৫), শেখপাড়া গ্রামের মোঃ জবির মোল্যার ছেলে মোঃ কুরবান মোল্যা (৪৫)।

গ্রেফতারকৃত আসামিরা জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ২০২২ সালের ২৪ ডিসেম্বর দুপুরের দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা, বোমাবাজিসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুরের উদ্দেশ্যে সদরের রূপগঞ্জ এলাকায় একত্রিত হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জনমনে ত্রাস সৃষ্টি করতে মিছিল ও স্লোগান দেয়। পুলিশের তৎপরতায় তারা স্থান ত্যাগ করতে বাধ্য হয়। এ ঘটনায় ঐ দিন পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় নাশকতা মামলাটি দায়ের করে।

এই বিভাগের আরও খবর

Back to top button