বগুড়া

বগুড়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
সবার জন্য মর্যাদা স্বাধীনতা এবং ন্যায় বিচার এসো সবাই ঐক্য গড়ি, সবার অধিকার রক্ষা করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। এ উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিক সংস্থা বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১০ই ডিসেম্বর) সকাল ১০ টার দিকে বর্ণাঢ্য র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। বর্ণাঢ্য র‍্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাজু, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক শফিকুল ইসলাম শফিক, সহসভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন, আইন সম্পাদক রাজিয়া সুলতানা, পারভিন আক্তারসহ সংগঠনের নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আজকে দেশের বিভিন্ন জায়গায় গুম-খুন, নির্যাতন, আয়না ঘরের মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল। এই আয়না ঘর আমাদেরকে মুক্ত করতে হবে। গুম-খুন আর যেন ভবিষ্যতে না হয়। আর যেন কোন মায়ের বুক যেন খালি না হয় যে দিকে সজাগ থাকতে হবে। তারা আরও বলেন, মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্য মূলক সমাজ বির্নিমাণে সরকার প্রতিশুতি বদ্ধ। মানবাধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। দরিদ্র জনগোষ্ঠী যাতে যেন এর সুফল পায় সে দিকে দৃষ্টি দিতে হবে। তারা যেন ন্যায় বিচার পায়। সকালের অধিকার সমুন্নত রাখার জন্য সচেষ্ট হতে হবে।

এই বিভাগের আরও খবর

Back to top button