অপরাধ

বগুড়ার শাজাহানপুরে অবৈধ এসিড ব্যাটারি প্রক্রিয়াজাতে ভ্রাম্যমান আদালতের হানা।

নাজমুল হাসান বিশেষ প্রতিনিধওঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের বাবুরপুকুর নামক স্থানে কলাবাগান এলাকায় আলমাস হোসেন এর পরিচালনায় খাদিজা এগ্রো এর ভিতর কৃষি জমিতে পুরোনো এসিড ব্যাটারি প্রক্রিয়াজাত করে সীসা প্রস্তুত কার্য করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৯ই ডিসেম্বর) বিকাল অনুমান ৫টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন শাজাহানপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জান্নাতুল নাইম। এসময় ঘটনাস্থলে উপস্থিত হাতে নাতে ধৃত মালিক মোঃ আলমাস হোসেন (৪০) উপস্থিত সাক্ষীগণের সামনে তার অপরাধ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করলে মোবাইল কোর্ট তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এবং অনাদায়ে ২মাসের বিনাশ্রম করাদন্ড ঘোষণা করা হয়। একই সাথে আগামীকাল একদিনের মধ্যে পরিবেশ ও মানুষের জন্য ক্ষতিকর সকল বেআইনি কার্যক্রম বন্ধের জন্য সময় বেধে দেয়া হয়। আসামী অর্থদন্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করলে তাকে কারাদন্ড হতে অব্যাহতি দেয়া হয়। পরিবেশ রক্ষা এবং এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে আগামী ০১দিনের মধ্যে তাদের সকল কার্যক্রম বন্ধ এবং কেমিক্যাল বর্জ্য যথাযথভাবে ডিসপোজ করার জন্য নির্দেশ প্রদান করা হয় যা পরিবেশ অধিদপ্তর, বগুড়া মনিটরিং করবে।

এই বিভাগের আরও খবর

Back to top button