সাতক্ষীরা

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরায় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজনে ০৯ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে শান্তির প্রতীক বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটি’র শুভ উদ্বোধন করা হয় এবং কোর্ট চত্তর প্রাঙ্গনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মানববন্ধন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমদের সভাপতিত্বে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সম্মানিত সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সহ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ,সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button