সাতক্ষীরা

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া পিস্তল, গোলাবারুদ, ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিহী সাতক্ষীরার কুচপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সদর থানা থেকে লুট করা একটি নাইন এম এম পিস্তল, এক রাউন্ড গুলি, ম্যাগাজিন ও নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরার সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, লেফটেন্যান্ট সাকিব (৩৭ বীর) নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কুচপুকুর এলাকায় ৪ নভেম্বর ভোর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শাহাজাহান আলীর ছেলে অস্ত্রব্যবসায়ী মুকুল হোসেনকে আটক করেছেন তাঁর স্বীকারোক্তিমতে মঙ্গলবার ভোররাতে ৫ আগস্ট সাতক্ষীরার সদর থানা থেকে লুট করা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য একই এলাকায় নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগাজিন, তিনটি পাসপোর্ট, এক লাখ ইরাকি দিনার ও দুই লাখ দুই হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়েছে এ ছাড়া একটি আন্তর্জাতিক মানের ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয়েছে গ্রেপ্তার করা দুই অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ভাঙচুর, লুটপাট, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাঁদের সাতক্ষীরার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

Back to top button