চট্টগ্রাম

সেনাবাহিনীর দক্ষ অভিযানে হচ্ছে মাদক ও অস্ত্র সহ আটক।

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর দক্ষ অভিযানে মদ দেশিয় তৈরী চোলাইমদ, গাঁজা ও দেশিয় অস্ত্রসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লোহাগাড়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসানের নেতৃত্বে উপজেলার কলাউজান তিন নাম্বার ওয়ার্ডে রাবার ড্যাম হিন্দু পাড়া এলাকা এবং আমিরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাছির পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় আটককৃতদের কাছ থেকে ১২০ লিটার চোলাইমদ, ৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং বড় ছোট মিলে ৭টি চাকু-চাপাতি উদ্ধার করা হয়। আটককৃতরা হল উপজেলার কলাউজান তিন নাম্বার ওয়ার্ডরি রাবার ড্যাম হিন্দু পাড়ার বিমুল দাশের পুত্র টিস্যু দাশ (৪৮) এবং আমিরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাছির পাড়া এলাকার নুরুল কবিরের পুত্র দুলা মিয়া (৫০)। লোহাগাড়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান দৈনিক আজাদীকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাইমদ, গাঁজা ও দেশিয় অস্ত্রসহ দুই জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বড় ছোট মিলে ৭টি চাকু-চাপাতি উদ্ধার করা হয়। আটককৃতরা সবাই ওই এলাকার মাদক ব্যবসায়ী। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান দৈনিক আজাদীকে বলেন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে চোলাইমদ, গাঁজা, দেশীয় অস্ত্রসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন আছে, আগামীকাল তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এই বিভাগের আরও খবর

Back to top button