মোঃ আলাউদ্দীন মন্ডল নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম (৬৬) কে আটক করেছে মোহনপুর থানা পুলিশ।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আসামীকে আদালতে চালান করা হয়েছে। এর আগে, শুক্রবার সন্ধ্যার পর রাজশাহীর উপশহর নিউমার্কেট এলাকা থেকে থাকে আটক করা হয়। এডভোকেট আব্দুস সালাম উপজেলার মহিষকুন্ডি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। পুলিশ জানায়, আটক এডভোকেট আব্দুস সালামের বিরুদ্ধে মোহনপুর থানায় চারটি মামলা তদন্তধীন রয়েছে। এদিকে, এডভোকেট আব্দুস সালামকে আটকের পর উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। গ্রেফতার পরবর্তী সময়ে উপজেলা বিএনপি আহবায়ক সাবেক চেয়ারম্যান মাহবুব অর রশিদের নেতৃত্বে সদস্য সচিব বাচ্চু রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলম, সদস্য আবুল আজাদ, যুবদল নেতা মির্জা শওকত, ধুরইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান, মৌগাছি ইউনিয়ন বিএনপি সভাপতি নুর এ আলম সিদ্দিকী মুকুল, সাধারণ সম্পাদক ইউনুস আলী, জাহানাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, উপজেলা ছাত্রদল আহবায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম লিটন, মোহাম্মদ আলী,যুবদল নেতা আব্দুর রহিম, ধুরইল ইউনিয়ন ছাত্রদল আহবায়ক ইসমাইল হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা তার ফাঁসি ও বিচারের দাবিতেও উপজেলা সদরে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। সালামকে আটকের বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, তার বিরুদ্ধে মোহনপুর থানায় নাশকতা, ভাংচুরসহ চারটি মামলা রয়েছে। মামলাগুলো তদন্ত চলছে। তদন্তের স্বার্থে তাকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে যেসব মামলার তদন্ত চলছে সেগুলো হলো -১। মোহনপুর থানার ,এফআইআর নং-৮, তারিখ- ২১ আগস্ট, ২০২৪; জি আর নং-১৯১, তারিখ- ২১ আগস্ট, ২০২৪; সময়- সময় ০০.০৫ ঘটিকা। ধারা- 147/148/380/427/435/448 The Penal Code, 1860; তৎসহ 3 The Explosive Substances Act, 1908;২। মোহনপুর থানার ,এফআইআর নং-৯, তারিখ- ২১ আগস্ট, ২০২৪; জি আর নং-১৯২, তারিখ- ২১ আগস্ট, ২০২৪; সময়- রাত ০০.৩০ ঘটিকা ধারা- 147/148/380/427/435/448 The Penণ Code, 1860; তৎসহ 3 The Explosive Substances Act, 1908, ৩। মোহনপুর থানার ,এফআইআর নং-১৫, তারিখ- ২৫ আগস্ট, ২০২৪; জি আর নং-১৯৮, তারিখ- ২৫ আগস্ট, ২০২৪; সময়- সময় ১৫.৩০ ঘটিকা। ধারা- 143/147/148/
448/427/436/380/506(2) The Penal Code, 1860; তৎসহ 3 The Explosive Substances Act, 1908,৪। মোহনপুর থানার – এফআইআর নং-১, তারিখ- ২ সেপ্টেম্বর, ২০২৪; জি আর নং-২০৫, তারিখ- ০২ সেপ্টেম্বর, ২০২৪; সময়- সময় ০০.০৫ ঘটিকা। ধারা-143/147/148/380/427/
436/448/506(2)/114 The Penal Code, 1860,।