বগুড়া

ধুনট উপজেলার ইছামতী নদীতে মাছ ধরতে গিয়ে মাহুবুবের মৃত্যু

মোঃ নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
বগুড়া ধুনট উপজেলার মাজবাড়ি গ্রামের ইছামতি নদীতে মাছ ধরতে গিয়ে মাহুবুব পাইকার (৫৮) নামে এক ব্যক্তি পানিতে ডুবে মৃত্যু হয়েছে।সোমবার (০২ সেপ্টেম্বর) সকাল অনুমান সাড়ে ৮ টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের মাজবাড়ি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ওই গ্রামের মোজাহার পাইকারের ছেলে।স্থানীয় ইউপি সদস্য মোঃ মাছুম প্রাং জানান, মাহুবুর পাইকার সোমবার ভোর ৬টার দিকে মাজবাড়ি ইছামতী নদীতে চায়না নোট জাল নিয়ে ইছামতী নদীতে মাছ ধরতে যান। সোমবার ভোর ৬টার দিকে একা মাছ ধরতে গিয়ে আর ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে থাকেন। একপর্যায়ে তাকে নদীতে ভাসতে দেখা যায়। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ ধারণা করা হচ্ছে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনাবশত নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সৈকত হাসান জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকাল ৫‌টার দিকে নামাজের জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button