বগুড়া

বগুড়ার করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ নাজমুল হাসান নাজির নিজস্ব প্রতিনিধিঃ
বগুড়ার করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলামের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার ১৮ই আগস্ট বেলা ১১টার দিকে প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শহরের সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে তারা সেখানে সমাবেশ করেন। সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রধান করেন।সমাবেশে শিক্ষার্থীরা অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলামের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন এবং বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন প্রদর্শন করে। আসমা নামে এক শিক্ষার্থী বলেন, ‘অধ্যক্ষ আমিনুর ইসলাম স্যার আমাদের সঙ্গে খারাপ ব্যাবহার করতেন। তার সঙ্গে ভয়ে কথা বলতে পারতাম না। ফরম ফিলাপসহ পরীক্ষার ফিস বাবদ সবসময়ই বাড়তি টাকা নিতেন। প্রতিষ্ঠানের শিক্ষক মতিউর রহমান সাঈদ বলেন, অধ্যক্ষ আমিনুর ইসলাম নানা রকম আর্থিক অনিয়ম করেছেন। প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের এমপিও ভূক্তির জন্য নগদ টাকা নিয়েছেন। করোনাকালীন এসএসসি ও এইসএসসি পরীক্ষার্থীদের টাকা শিক্ষাবোর্ড থেকে ফেরত আসলেও আমিনুর ইসলাম একাই সেই টাকা নিয়েছেন। প্রতিষ্ঠানের সভাপতি শুভাশিস পোদ্দার লিটনের নাম ব্যবহার করে ব্যাংক থেকে ৫০ লাখ টাকা উত্তোলন করেছেন। এছাড়াও রেজুলেশন বইতে একাই সভাপতি এবং সদস্যদের স্বাক্ষর করতেন। শিক্ষকদের সব সময় ভয়ে রাখতেন। আমরা এই দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষক ও সভাপতির পদত্যাগ দাবি করছি। অভিযোগের বিষয়ে অধ্যক্ষ আমিনুল ইসলাম  বলেন, আমাকে কয়েক জন হুমকি দিয়েছে। তাই আমি আর কলেজে যাই না। আমার পদত্যাগ দাবি করে বিক্ষোভ হয়েছে এ ব্যাপারে জেনেছি। আমি শিগগিরই আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দেব।

এই বিভাগের আরও খবর

Back to top button