ঢাকা

সাভার ট্যানারি ফাঁড়িতে পুলিশ সদস্যদের শিক্ষার্থীদের ফুল শুভেচ্ছা

মোঃ নাজমুল সাভার প্রতিনিধিঃ
সাভার মডেল থানাধীন চামড়া শিল্প নগরীর ট্যানারী ফাঁড়িতে কাজে ফেরা পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষার্থীরা। ট্যানারী ফাঁড়ির অফিসার ইনচার্জ রাসেল মোল্লা সহ অন্য পুলিশ সদস্যদের হাতে গোলাপ ও রজনীগন্ধা দিয়ে রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্ব পালন শুরু করার অনুরোধ জানান।এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এ সময় শিক্ষার্থী মো শাকিল বলেন, ‘রাষ্ট্রের প্রয়োজনে পুলিশ আবারও থানায় তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করবেন, আমরা এই অনুরোধ করতে এসেছি। যাঁরা থানায় ফিরেছেন, তাঁদের হাতে একটি করে গোলাপ তুলে দেওয়া হয়েছে।’সাভার মডেল থানাধীন চামড়া শিল্প নগরীর ট্যানারী ফাঁড়ির অফিসার ইনচার্জ রাসেল মোল্লা বলেন, উৎসাহ জোগাতে শিক্ষার্থীরা আমাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য তাঁদের ধন্যবাদ জানাই। তাঁরা সড়কে পরিষ্কার–পরিচ্ছন্নতা ও রোদ-বৃষ্টির মধ্যে কষ্ট করে ট্রাফিকের কাজ করছেন। তাঁদের পড়ার টেবিলে ফিরিয়ে আমরাও সবাই কর্মস্থলে ফিরতে চাই। তাই আংশিক হলেও আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আশা করি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সব পুলিশ সদস্য দ্রুত জনকল্যাণে নিজ নিজ কর্মস্থলে কাজ শুরু করবেন।’এসময় হেমায়েতপুর সমন্বয়ক শিক্ষার্থী মোঃ শাকিল, মোতাহার হোসেন আশিক, রাফজান জানি রাফি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে দ্রুত জেলার আইনশৃঙ্খলা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সহযোগিতা করার অনুরোধ করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button