চাঁদপুর

চাঁদপুরের চান্দ্রায় ইউপি সদস্য কতৃক শালিশের উপর অতর্কিত হামলা

বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে শালিশি বৈঠকে ইউপি সদস্য আলমগীর মিজি বিরুদ্ধে শালিশ আলম গাজীর উপর অতর্কিত হামলা করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ এপ্রিল) রাত ৮ টায় ইউনিয়নে মদনা গ্রামে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যের নিজ দোকানের সামনে এই ঘটনা ঘটে।

ঘটনাট বিবরনে আহত আলম গাজীর মামা বিল্লাল হাওলাদার জানান, কিছুদিন পূর্বে লোকমান আখন ও হাসেম আলী শেখ এর পারিবারিক দন্দ নিয়ে মিমাংশার জন্য সালিশ বসে। এতে এক পক্ষের কতা শুনার পর আমার ভাগিনা কিছু বলতে গেলে ইউ সদস্য আলমগীর মিজি তার উপর ক্ষিপ্ত হয়। কিছু বুঝে উঠার আগেই তিনি কাঠ দিয়ে আমার ভাগিনার পায়ে আঘাত করে ভেঙে পেলে। তার সাথে তার ভাতিজা বাবলুসহ হামলা করে। আমার ভাগিনা গুরুতর আহত হলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিলে ডাক্তার তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় অভিযুক্ত আলমগীর মিজির ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করে না পাওয়া গেলে ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী বলেন, আমি এবিষশটি একজন শালিশের নিকট থেকে শুনেছি। ভুক্তভোগী যদি আমার কাছে বিচার চায় তাহলে আমি বিচার করে দিবো।

বিচারে উপস্থিত এক সালিশ বলেন বিষয়টি খুবই দুক্ষজনক ঘটনা। এধরণের ঘটনা কোনভাবেই কাম্য নয়। এ-ই ঘটনয় অভিযুক্ত ইউপি সদস্য আলমগীর মিজি, বাবলুর বিরদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার। এ-ই ঘটনায় হামলাকারীর বিরদ্ধে থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী পরিবার।

এই বিভাগের আরও খবর

Back to top button