দেশজুড়ে

বরিশালের বানারীপাড়া সড়কে সিএনজি দুর্ঘটনায় চালক নিহত যাত্রী ৫ জন আহত

শফিক শাহিন বানারীপাড়া বরিশালঃ
বানারীপাড়া-বরিশাল সড়কে সিএনজি দুর্ঘটনায় চালক নিহত ৫ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
২৭ মার্চ বুধবার বিকাল ৪ টার দিকে বরিশাল -বানারীপাড়া সড়কের গুয়াচৈত্রা নামক স্থানের বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চালক ও ৫ জন যাত্রী ছিল,সিএনজি চালক গুরুতর আহত হওয়ায় বানারীপাড়া হাসপাতালেই মারা যায়।জানা গেছে চালক রাফী (২৪) তিনি বরিশাল শহরের লুৎফর রহমান সড়কের বাসিন্দা ।অন্য ৫ জন যাত্রী ঢাকা ধানমন্ডি ল্যাব এইডে আইটি সেক্টরে কর্মরত,তারা হলেন মোঃ গোলাম সারওয়ার,রেজওয়ান,হাসান মাহমুদ,আরাফাত ও নাহিয়ান।দুর্ঘটনার খবর পেয়ে বানারীপাড়া থেকে ফায়ার সার্ভিস এর একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে বানারীপাড়া হাসপাতালে আনা হলে চালক হাসপাতালে মারা যায় অন্য ৫ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়,পরে বরিশাল ল্যাব এইডের একটি টিম বানারীপাড়া হাসপাতালে এসে আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।আহত এক যাত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন বরিশালের একটি প্রজেক্টের কাছে এসে সেখান থেকে বানারীপাড়া-স্বরুপকাঠী এলাকায় ঘুরতে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল হাসান বলেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পরিদর্শন করে প্রাথমিক কাজ সম্পন্ন করে, যেহেতু দুর্ঘটনা স্থল ঝালকাঠী থানাধীন তাদেরকে বিষয়টি অবহিত করা হয়েছে তারা পরবর্তী ব্যবস্থা নিবেন।

এই বিভাগের আরও খবর

Back to top button