বানারীপাড়ায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর প্রতিবেশী সাবেক সেনা সদস্যের হামলা ভাঙচুর থানায় অভিযোগ
শফিক শাহিন বানারীপাড়া বরিশালঃ
বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব আকনের ছেলে জালিস মাহমুদ(৪০) আকন ও তার পরিবারের উপর হামলা ভাঙচুর সহ গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া যায় প্রতিবেশী সাবেক সেনা সদস্য দুলালের বিরুদ্ধে এ বিষয় নিয়ে পাল্টাপাল্টি থানায় অভিযোগ।
জানা গেছে ২২ মার্চ শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে জালিস মাহমুদের স্ত্রী রিপা বেগম তাদের বসত বাড়ির সামনের ঘেরের পাড়ে পাঁকা পেপে পারতে যায়, সেখানে প্রতিবেশী সাবেক সেনা সদস্য দুলালের স্ত্রী পারভিন গিয়ে বলে এই জমি তাদের তোমরা কেন পেপে পারছো এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জালিসের স্ত্রী রিপার সাথে হাতাহাতি হয়, খবর পেয়ে সেখানে গিয়ে জালিস প্রতিহত করতে চাইলে সাবেক সেনা সদস্য দুলাল তার ছেলে সিয়াম ও স্ত্রী পারভিন সহ তাদেরকে এলোপাতারি কিল ঘুসি মারে পরে জালিস সহ তার স্ত্রী কন্যাদের লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে জীবন বাচাতে সদ্য নির্মিত বীর মুক্তিযোদ্ধা কোটায় বরাদ্দকৃত বসত বাড়ীতে প্রবেশ করে ভাঙচুর করে বিল্ডিং এর থাইগ্লাস ভেঙ্গে ফেলে এবং খুন জখমের হুমকি দেয় জালিস সহ তার পরিবার প্রাণ বাচানোর ভয়ে দরজা লাগিয়ে প্রাণ রক্ষার জন্য ডাকচিৎকার দিলে এলাকা বাসী ঘটনাস্থলে গেলে দুলাল গংরা চলে যায়।এদিকে সাবেক সেনা সদস্য দুলাল গংদের খুন জখমের ভয়ে জালিস সহ তার পরিবার বাসায় তালা মেরে এলাকা ছেড়ে অনত্র অবস্থান করছে বলে জানা যায়।
এ বিষয়ে সাবেক সেনা সদস্যের কাছে ফোন করে জানতে চাওয়ায় তিনি অভিযোগ অস্বীকার করে বলেন প্রতিপক্ষ নিজেরাই জানালার থাইগ্লাস ভেঙ্গে তাদের নাম বলে।তবে সরেজমিনে গিয়ে এলাকাবাসীর কাছে জানা যায় যে দুলাল ও তার ছেলে সিয়াম জালিসদের ধাওয়া করে তখন জালিস পরিবার সহ বাসায় ডুকে দরজা বন্ধ করে দিলে বাহির থেকে দুলাল ও তার ছেলে দরজায় ধাক্কাধাক্কি করে ভিতর থেকে দরজা না খোলায় পরে সিয়াম থাইগ্লাসে বার বার ঘুসি দিলে এক পর্যায়ে গ্লাস ভেঙ্গে যায় এবং সিয়ামের হাত কেটে যায়।তারা আরো জানান যে প্রায়ই তাদের মধ্যে জগড়া ফ্যাসাদ লেগেই থাকে থানায় একাধিক অভিযোগ রয়েছে দুই পক্ষেরই।বাদী পক্ষের দাবী তারা থানায় অভিযোগ দিয়েও সঠিক কোন বিচার পায়নি।বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা পরিবারের উপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।