দেশজুড়ে

মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন শ্যামনগর ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রহমান

জি এম রাজু আহমেদঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহৎ শ্যামনগর উপজেলা সহ সারাদেশের মুমিন মুসলমানগণ’কে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শেখ আব্দুর রহমান। তিনি সাবেক শ্যামনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর যুবলীগের আহবায়ক ছিলেন।

বর্তমানে তিনি শ্যামনগর উপজেলা পরিষদের ভাইরাস চেয়ারম্যান প্রার্থী ।শুভেচ্ছাবানিতে তিনি বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির বিরাট একটি সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়। রমজান মাস হলো রহমত,বরকত ও মাগফিরাতের মাস, কেননা মানুষের গুণাহ গুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক আত্বার পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দেশ্যটাও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।শেখ আব্দুর রহমান আরও বলেন, হজরত আয়েশা (রাঃ) বলেন, আমি রাসুলে পাক (সাঃ) রজব ও শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি, রমজান ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখিনি, স্রষ্টার পরে মাখলুকের মধ্যে রাসুলে পাক (সাঃ) তিনি রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন রোজা রাখা শুরু করতেন।

এছাড়া হজরত রাসুল করিম (সাঃ) শাবান মাসেও অনেক বেশি ইবাদত করতেন আর রমজান ছাড়াও প্রতি মাসে নফল রোজা রাখতেন আর বিশেষ করে রজব মাসে। শেখ আব্দুর রহমান আরও বলেন, হাদিসে থেকে জানা যায়, যখন রজব মাস শুরু হত, তখন মহানবী (সাঃ) দুই হাত তুলে দোয়া পাঠ করতেন এবং সাহাবাদের পড়তে বলতেন, ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজবাও ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা শাহরির রমাদান। অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও।

হযরত সালমান ফারসি (রাঃ) থেকে বর্ণিত হয়েছে- হজরত রাসূল পাক (সাঃ) বলেছেন, হে সালমান এমন কোনো মুমিন পুরুষ বা মুমিনা স্ত্রীলোক কি নেই যে, এ মাসের প্রথম তারিখে মাগরিব ও এশার ওয়াক্তের মধ্যবর্তী সময় ৪০ রাকাত (অন্যত্র ২০ রাকাত উল্লেখ আছে) নামাজ পড়বে; তা পড়ার নিয়ম হলো, প্রত্যেক রাকাতে সূরা ফাতেহার পর তিনবার সূরা ইখলাছ, তিনবার সূরা কাফেরুন পড়বে, এতে আল্লাহতায়ালা ওই বান্দার সব গুনাহ মাফ করে দেবেন। আর আল্লাহতায়ালা তাকে কেয়ামতের দিন শহীদের দলের সঙ্গে উঠাবেন এবং আল্লাহ তায়ালা তাকে বড় আবেদ হিসেবে গণ্য করবেন। আর সে যেন এক বছর নহে, একশ’বছর ধরে ইবাদত-বন্দেগি করেছে এবং আল্লাহ তায়ালা ওই ব্যক্তিকে জান্নাতে হাজারো মর্যাদা দান করবেন।

শ্যামনগর উপজেলা পরিষদের ভাইরাস চেয়ারম্যান প্রার্থী, শেখ আব্দুর রহমান আরও বলেন, আমি পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীব্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ও সমাজ জীবনে প্রতিফলনের মুসলিম উম্মাহর সকলকে আহ্বান জানাই। পাশপাশি আমরা অসহায় গরিব দু:খি মানুষের পাশে যার যার সামর্থ্য অনুযায়ী যেন সহযোগীতার হাত বাড়িয়ে দিতে পারি। আমি পবিত্র মাহে রমজানে শ্যামনগর উপজেলা সহ দেশবাসীর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। আল্লহ তা’য়ালা যেন আমাদের সকলকে ৩০ টি রোজা রাখার তৌফিক ও রমজানের মহিমায় মহিমান্বিত করোন, সেই সাথে সবাইকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

Back to top button