কক্সবাজার

ঈদগাহ উদ্যোগে মাদরাসাতুল হেদায়াহ হেফজ সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

এম আবু হেনা সাগর ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্টান মাদরাসাতুল হেদায়াহ ঈদগাহ উদ্যোগে এবার পাঁচজন ছাত্রীর হেফজ সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৪ মার্চ দুপুরে ঈদগাঁও বাসস্ট্যান্ডের হেফজখানা প্রাঙ্গনে পরিচালক হাফেজ আমীনুর রশিদের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চৌফলদন্ডীর হাফেজ জাফর আলম, হাফেজ নাছির উদ্দীন,হাফেজ মোবারক হোসাইন, ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারন সম্পাদক ও সংবাদকর্মী এম আবু হেনা সাগর, ব্যবসায়ী হাজী শামশুল আলমসহ অনেকে।

মহিলা হেফজখানা থেকে এবার ইকরা জাফর, আফনান,জারা,সুমাইয়া ও সামিয়া নামের পাঁচ জন ছাত্রী কোরআনের সবক নেন। শুরুতেই ছবক প্রদান করেন হাফেজ জাফর আলম। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য যে, ২০১৯ সাল থেক এই হেফজখানাটি সফল ও সুনামের সাথে এগিয়ে যাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button