এম আবু হেনা সাগর ঈদগাঁও প্রতিনিধিঃ
সুন্দর পরিসরে অনন্য সেবায় এগিয়ে যাচ্ছেন ঈদগাঁও মডেল হাসপাতাল। ভালমানের সেবা পেয়ে রোগীরা সন্তুষ্ট।
জানা যায়, বিগত ২০১৫ সালে কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে অবস্থিত হাসপাতালের অবস্থান। সেই থেকে এই পর্যন্ত মানব সেবায় ব্যাপক নজির স্থাপন করেন। মাঝপথে করোনার কঠিন সময়ে রোগীদের চিকিৎসা সেবা দিতেও পিছপা হননি।
সার্জারিতে অভিজ্ঞতা সম্পন্ন ডা: মো: ইউসুফ আলীর সুযোগ্য নেতৃত্বে এ পর্যন্ত হাসপাতালটি আধুনিক চিকিৎসা সেবায় সফলভাবে এগিয়ে
যাচ্ছেন। নানান ঘাত প্রতিঘাত আর ষড়যন্ত্রকে ডিঙ্গিয়ে বিভিন্ন বিষয়ে সুচিকিৎসা প্রদান করা হচ্ছে রোগীদেরকে।
আরো জানা যায়, উক্ত হাসপাতালে দৈনিক দিবা রাত্রি পাঁচজন চিকিৎসক সেবা দিয়ে যাচ্ছেন। কম্পিউটারাইজ ল্যাব,ডিজিটাল এক্সরে, অপারে শন থিয়েটার ও উন্নতমানের আলট্রাসনোগ্রাফি মেশিনের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের রোগীদের সেবা প্রদান করে যাচ্ছে।
এছাড়াও মডেল হাসপাতালে নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডা: জিন্নাতুন্নেছা,অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা: এ কে এম হারুন অর রশিদ, ডায়া বেটিস বিশেষজ্ঞ মফিজুল ইসলাম তালুকদার ও আগামী ৭ তারিখ সম্পূর্ণ বিনামূল্যে হার্ট রোগী দেখবেন- ঢাকা থেকে আগত হার্ট সার্জারি বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ মনজুর হোসেন, রেডিও লজি অ্যান্ড ইমেজিং বিশেষজ্ঞ ডা: জোনাইদ কবির,ডায়াবেটিস, সনোলজিস্ট এবং চর্ম ও যৌন এলার্জি রোগে অভিজ্ঞ ডা: জেসমিন আরা পারভীনসহ আরো অনেকে রোগীদের সেবায় নিয়োজিত।
অন্যদিকে হাসপাতালে উদ্যোগে প্রায় ১২ শতা ধিক সুবিধাভোগী ডায়াবেটিস রোগীকে সেবা প্রদান, ১০৯ জনকে ফ্রি ডায়াবেটিসসহ ওষুধ প্রদান, তিন বছরের ব্যবধানে দুইশত রোগীকে মাতৃকল্যাণ ফান্ড থেকে প্রায় ৭ লক্ষাধিক টাকার চিকিৎসা সহযোগিতা প্রদান করা হয়।
ম্যানেজিং ডিরেক্টর ডা: মো : ইউছুফ আলী সংবাদকর্মীকে জানান, দীর্ঘ নয় বছর যাবত এই হাসপাতালটি ঈদগাঁও উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির বাইশারীসহ বিশাল এলাকায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। ঈদগাঁও মডেল হাসপাতালকে এলাকার মানুষ পছন্দ করে ও চিকিৎসা সেবার বিশ্বাস রাখেন।