চট্টগ্রাম

ভ্রমণ পিপাসু ও দর্শনার্থীদের নজর কাটছেন চট্টগ্রাম ডিসি পার্ক

এম আবু হেনা সাগর ডিসি পার্কঃ
চট্টগ্রামের ডিসি পার্ক এখন ভ্রমন পিপাসু দের দৃষ্টি আকর্ষিত হচ্ছে। ফৌজদারহাট এলাকায় দৃষ্টিননন্দন ফ্লাওয়ার পার্ক গড়েছেন জেলা প্রশাসন।

বিস্তীর্ণ জলরাশি আর তার পাড় ঘেঁষেই ফুলের সাম্রাজ্য। পার্কে টিউলিপ ফুল থেকে শুরু করে দেশীয় গাঁদা, লাল, নীল, হলুদ বর্ণের ডালিয়া ছাড়াও আছে নানা বর্ণের মেরিগোল্ড, চন্দ্রমল্লিকার মতো রঙ-বেরঙের প্রায় ১শত ২০ প্রজাতির অসংখ্য ফুল স্থান পেয়েছে। এসব ফুল নজর কাটছেন নর-নারীদের। সীতাকুণ্ডের প্রবেশপথে মেরিন ড্রাইভ সড়কের পাশে এটির অবস্থান।

ফুলের সুবাসে সড়কের চিত্রই যেন ভিন্ন রুপে পাল্টে গেছে। সড়কে এখন হরেক রকমের ফুলের সমাহার। সম্প্রতি শুরু হওয়া ফুল উৎসব যেন সব বয়সী মানুষের নজর কাটছে।

৯ ফেব্রুয়ারী (শুক্রবার) ডিসি পার্কটিতে ঘুরতে আসা দুয়েক তরুনের সাথে আলাপ হলে তারা জানান, চট্টগ্রামে সম্ভবত এই প্রথমবারের মতো বেশি সংখ্যক ফুলের দেখা। সত্যি দেখে মন ভরে গেল। এমন চমৎকার উদ্যোগ গ্রহণ করায় জেলা প্রসাশনকে ধন্যবাদও জানান তারা। বিশাল এলাকা জুড়ে দর্শনার্থীদের জন্য সুন্দর একটা বিনোদনের স্থান হল। সময় কাটাতে পারবে অনায়াসে।

স্কুল পড়ুয়া শিক্ষার্থী কক্সবাজারের সানজিদা জানান, প্রথম আসলাম আব্বুর সাথে এ জায়গায়। পার্ক ঘুরে দেখে আনন্দ লাগলো। এতগুলো ফুলের সাথে ছবি তুলতে পেরে ভাল লেগেছে।

আরেক শিক্ষার্থী জামি জানান,শুক্রবারে বন্ধের দিন ডিসি পার্কে বেড়াতে আসলাম। এসে দেখি অনেক অদেখা ফুল। সবমিলিয়ে ভাল লাগলো পরিবেশ। যেন চট্টগ্রামের সেই ডিসি পার্ক থেকে বিদায় নিতে মন চায় না।

উল্লেখ্য যে, ডিসি পার্কে হরেক রকমের ফুলের পাশাপাশি ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও রয়েছে। যেটি বিভিন্ন দামের।

এই বিভাগের আরও খবর

Back to top button