দেশজুড়ে

জামাত বিএনপির ডাকা অবরোধে ঠাকুরগাঁওয়ের ৫০ বিজিবির টহল জোরদার

ঠাকুরগাঁও প্রতিনিধি:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ মহাসড়কে বিজিবির টহল দিচ্ছে। সোমবার (৩০ অক্টোবর) রাতে বিজিবি সদরদপ্তর এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানিয়েছে।গত শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও জ্বালাও পোড়াও ঠেকাতে পুলিশকে সহায়তা করতে মাঠে নেমেছিল বিজিবি।

মঙ্গলবার থেকে বিএনপিসহ সমমনা দলগুলো টানা ৭২ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে। ওই কর্মসূচি শুরুর আগে ফের দেশজুড়ে বিজিবি মোতায়েনের তথ্য জানা গেল।

বিজিবি সদরদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সড়কে বিজিবি টহল শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার থেকে সারা দেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি প্লাটুন মোতায়েন থাকবে।

অবরোধের আগে দেশজুড়ে শুরু বিজিবির টহল
তারই ধারাবাহিকতায় ২ই নভেম্বর সারাদিন টহল পরিদর্শন করেন ঠাকুরগাঁও বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল এমএইচ হাফিজুর রহমান ও ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ পদাতিক এ সময় ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার মহোদয়ের নির্দেশক্রমে শহরের প্রধান প্রধান সড়ক গুলি টহল জোরদার করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button