চট্টগ্রাম

লোহাগাড়ার আদুনগর বাজারে মুরগীর দোকানে ডিজিটাল চুরি ইউএনওর হস্তক্ষেপ কামনা

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
লোহাগাড়া উপজেলা আধুনগর বাজরে সকালে একটি মুরগীর দোকানে গিয়ে মুরগী দিতে বলছেন সাংবাদিক জাহেদুল ইসলাম ।উনি উনার ফেইসবুকে উল্লেখ করেন উনি বলেন আমি দেখি দোকানদার মুরগী ওজন পরিমাপ করে উনাকে জানালো ১কেজি ১শ গ্রাম হয়েছে। প্রতি কেজি ১৮০ টাকা। দোকানী বলল ২২০ টাকা এসেছে, ২০০ টাকা দেন। অপর ব্যক্তিকে ১কেজি ৮৫০ গ্রাম মুরগী দিয়ে জবাই করে দিল। বলল ৩৫০ টকা দিতে। লোকটি হ্যাঁ করে দাঁড়িয়ে রয়েছে। মুরগী না দিয়ে টাকা আগে দিতে বলে। হিসেব করে দেখলাম প্রথম মুরগীটির দাম আসে ১৯৮ টাকা, দ্বিতীয় মুরগীটির দাম আসে ৩৩৩ টাকা। এটিই হচ্ছে ডিজিটাল চুরি।

ঘটনাটি আধুনগর বাস স্টেশন মাছ বাজার রোডে একটি দোকানে। প্রতিবাদে লোকজন জড়ো হয়। এরকম ডিজিটাল চুরি, প্রতিটি মুরগীর দোকানে হয় কিনা পাঠকদের মতামত আশা করছি এই বিষয়ে আদুনগর বাজারের ভোক্তারা লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শরীফ উল্লাহর হস্তক্ষেপ কামনা করেছেন ।

এই বিভাগের আরও খবর

Back to top button