দেশজুড়ে

গাইবান্ধ প্রধান শিক্ষক আব্দুল খালেকএর পদত্যাগের দাবি শিক্ষার্থীরা

নাঈম ইসলাম গাইবান্ধাঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধন ইউনিয়নের মধ্যে থাকা ঝিনিয়া এম এ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এ-র গাফলতি এবং বিদ্যালয় অনুপস্থিত এর কারণে বিদ্যালয়ের পড়াশুনার মান নাই বললেই চলে। বিগত ৩ মাস ধরে প্রধান শিক্ষক আব্দুল খালেক বিদ্যালয় আসেনা না আসার কারণ জানতে চাইলে উনি এ বিষয়ে কিছুই বলেনা।

অন্যান্য ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে উপস্থিত হলেও ৯ টার মধ্যে ক্লাসরুম খুলে দেওয়া হয় ১০ টার পরেও ছুটির কোন টাইম নেই। সংশ্লিষ্ট ভাবে জানা যায় ক্ষমতা দেখিয়ে চলছে। এই জন্য ছাত্র/ছাত্রীরা উদ্বিগ্নতা- এলাকাবাসীরা ও অভিভাবক বৃন্দু বলেন।

অতীতে ছিল লেখাপড়ার মান কি রকম আর এখনকার লেখাপড়ার মান সর্বনিম্ন। ইতিহাস এবং অতীতের দিক থেকে ঝিনিয়া এম, এ উচ্চ বিদ্যালয় ছিল নামকরা বিদ্যালয়। আর বর্তমান প্রধান শিক্ষক এর গাফলেতিতে বর্তমান ঝিনিয়া এম এ উচ্চ বিদ্যালয় এর লেখাপড়ার মান একদম নিম্নে। ১ দশম শ্রেণীর শিক্ষার্থী বলেন সামনে আমাদের এসএসসি পরীক্ষা এভাবে ক্লাস না
চললে আমরা পরীক্ষা দিব কিভাবে। শিক্ষক শিক্ষককে আইন অনুসাড়ে ব্যবস্থা ও পদত্যাগের দাবি শিক্ষার্থীদের।

এই বিভাগের আরও খবর

Back to top button