দিনাজপুরের বিরামপুর ক্ষুদ্র নৃতাত্ত্বিক এবং দলিত জাতিগোষ্ঠী মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরের ক্ষুদ্র নৃতাত্ত্বিক ও দলিত জাতিগোষ্ঠী নারীদের স্বনির্ভরতা অর্জন, সফল নারী উদ্যেক্তা ও নারীর ক্ষমতা সৃষ্টির লক্ষে এক মাসব্যাপী সেলাই প্রশিক্ষন কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়া ২৫ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
বুধবার সকাল ১১টায় উপজেলার বকুলতলা মোড়ে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের বিরামপুরের বকুলতলা মোড় প্রসপারিটি প্রকল্পের আওতায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গ্রাম বিকাশ কেন্দ্রে ক্ষুদ্র নৃতাত্তি¡ক ও দলিত সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ, টেকনিক্যাল অফিসার শাহিন মিয়া, ব্রাঞ্চ ম্যানেজার দৈক্ষনাথ রায়, সহকারী কারিগরী কর্মকর্তা আহমেদুর রহমান এবং দুজন প্রশিক্ষক সহ আরোও অনেকে।