মোঃ মিঠু মিয়া গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর থানা পুলিশের একটি টিম সদর থানা এলাকার কুপতলা সড়কে ছোট বড় সন্দেহ ভাজন গাড়ী চেকিং অভিযানকালে ৫ কেজি শুকনা গাঁজাসহ আশরাফুল ইসলাম নামে এক মাদককারবারিকে হাতে নাতে গ্রেফতার করেছে।
সদর থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেনের দিক নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলাসহ সদর থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে ধারাবাহিক সফল অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। এর ধারাবাহিকতায় সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের এসআই আবু সাঈদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি টিম সদর থানাধীন কুপতলা নাখরাজ গ্রামের আব্দুল কাদেরের দোকানের সামনে গাড়ি চেকিং ডিউটি করাকালে ১৬ আগস্ট বুধবার সাড়ে দশটার সময় মোটরসাইকেল থামিয়ে চেকিং করাকালে মোটরসাইকেলের টাংকির ভিতরে অভিনব কায়দায় রাখা পৃথক পলিথিন ব্যাগে মোড়ানো ৫ কেজি শুকনা গাঁজাসহ মাদককারবারি আশরাফুল ইসলাম কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদককারবারি আশরাফুল ইসলাম রংপুর সদর কোতয়ালী থানার নিউ জুম্মাপাড়ার বাসিন্দা সহিদার রহমানের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান,এঘটনায় সদর থানায় একটি মামলা নং-২২, তারিখ-১৭/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-৩৬(১) এর সারণির ১৯(খ)/৪১/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়েছে।