মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধিঃ
আজ ২৬ জুলাই ২০২৩ খ্রি. নিয়মিত ডিউটির পাশাপাশি বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি রোধকল্পে একযোগে জেলা পুলিশ, গোপালগঞ্জ এর কয়েকটি কর্মক্ষেত্র ও স্থাপনা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন স্ব স্ব অধিক্ষেত্রের পুলিশ সদস্যরা।
জেলা পুলিশের স্থাপনাসমুহ যেমন- পুলিশ সুপার কার্যালয়, পুলিশ লাইন্স, সার্কেল অফিস, থানা, ফাঁড়ি, ট্রাফিক অফিস ও তদন্তকেন্দ্রসমূহের পুলিশ সদস্যগণ কর্তৃক ক্রমান্বয়ে সম্মিলিতভাবে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পালন করা হবে।
গোপালগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আল-বেলী আফিফা মহোদয়ের নির্দেশনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়, এবং তিনি অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সাথে নিয়ে আজ সকালে নিজেই পুলিশ সুপার কার্যালয় চত্বর পরিস্কার করণে অংশ নেন।
একই দিনে টুঙ্গিপাড়া থানা ক্যাম্পাস এ অফিসার ইন চার্জ এর নেতৃত্বে পুলিশ সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এ অংশ নেয়। বর্ষা মৌসুমে নিজেদের মশা বাহিত রোগ থেকে মুক্ত রাখতে এবং এলাকাবাসীর সুস্থ জীবন যাপনের স্বার্থে গোপালগঞ্জ জেলা পুলিশের এ প্রয়াস অব্যাহত থাকবে বলে সন্মানিত পুলিশ সুপার মহোদয় ঘোষণা দেন।