শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধি:
শনিবার ০১ ফেব্রুয়ারিত ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত মন্ত্রিপরিষদের সচিব ড. শেখ আব্দুর রশীদের সাথে জেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব ড.শেখ আব্দুর রশীদ। উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এ সময় সাতক্ষীরা জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।