মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা গোবিন্দগঞ্জে ৯নং হরিরামপুর ইউনিয়নের পাখেড়া গ্রামের বাসিন্দা মোঃ মোজাম্মেল সরকার (৬৫) পিতা মৃত মুখের উদ্দিন,সাথে বিবাদী জমিজমা সংক্রান্ত যে জের ধরে মোঃ বাবু মিয়া (৬০) পিতা মৃত আয়ান, মোঃ মধু মিয়া,
সুযোগমতো ভূমি দস্যু মধু মিয়া জমি বেদখল করে নেয় গাছপালা লাগাবে মর্মে নানার ভাবে ভয় ভীতি হুমকি প্রদর্শক করে আসছিল দীর্ঘদিন পূর্বে বিবাদী বাবু মিয়া কাগজ পত্র দেখাইতে পারে না
অভিযোগ সূত্রে জানা যায় মধু মিয়া ভূমি দস্যু হিসেবে পরিচিত সুযোগ বুঝে জমি তাহাদের ভোগ দখলে নেয়। এরপর জমি বুঝিয়া চাইলে আজ দিবে কাল দিবে বলে তালবাহানা করে এবং একাধিকবার সালিশ বৈঠক করেন ।
এলাকাবাসীর দাবি, এর পরও এই ভুমিদস্যু ও জাল দলিল চক্রের অপকর্ম-জালিয়াতি কমছে না। বরং বাড়ছে দিন দিন। এতে এলাকার প্রকৃত জমির মালিকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে।
ভূমি দস্য মধু মিয়া ,ও বাবু মিয়া ,জমিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছে। সেই সাথে প্রকাশ্যে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় পরিবার-পরিজন নিয়ে সংকটময় জীবন-যাপন করছি। তাই প্রভাবশালী ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।