চট্টগ্রাম

লোহাগাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ নবজাতকের জন্ম দিলেন এক জননী।

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় সাফল্যের সঙ্গে ৭ নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে ৫টি শিশু নরমাল ডেলিভারির মাধ্যমে এবং ২টি শিশু সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্মগ্রহণ করে।
স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ও নার্সদের দক্ষ তত্ত্বাবধানে প্রসূতিরা নিরাপদে সন্তান প্রসব করেছেন। নবজাতক এবং তাদের মায়েরা সকলেই সুস্থ আছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নত করতে আমরা প্রতিনিয়ত কাজ করছি। নিরাপদ মাতৃত্ব এবং শিশুর সুস্থতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এ সেবার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ প্রদান করেন। প্রসুতি মায়েরা হাসপাতালের সেবায় সন্তোষ প্রকাশ করেছেন এবং হাসপাতালের প্রতি তাদের আস্থা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সূত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লোহাগাড়া,চট্টগ্রাম

এই বিভাগের আরও খবর

Back to top button