জাতীয়

মহান বিজয় দিবসে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচী।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় যথাযোগ্য মর্যাদায়,
মহান বিজয় দিবস ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর’ এর ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত হাইমচর উপজেলার শিক্ষার্থীদের ছাত্র ও সমাজকল্যাণ মূলক সংগঠন ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর’ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প পরিচালনা করেছে। সোমবার ১৬ ডিসেম্বর সকাল থেকে হাইমচর উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী মেলায় উপজেলা পরিষদ মাঠে এ ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচী পরিচালনা করা হয়।
সংগঠনের সভাপতি নাজমুল আল হোসেনের নেতৃত্বে সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এর ব্যবস্থাপনায় শতাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করে সংগঠনটি। এতে অংশ নেয় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ক্যাম্প এ ব্লাড গ্রুপ নির্ণয় ও ড্যাটা সংরক্ষণে সহযোগিতায় ছিলেন সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন ইমরু ও অন্তর বিশ্বাস। ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।
এসময় তিনি বলেন আমরা জানি এ সংগঠনটি সবসময় শিক্ষার্থী ও সমাজকল্যাণমমূলক কাজ করে আসছে। এবং শুভকামনা জানিয়ে স্টল ত্যাগ করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button