কুড়িগ্রাম

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা নভেম্বর শুক্রবার সকালে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে পহেলা নভেম্বর শুক্রবার সকালে জেলা শহরের বাস টার্মিনাল এলাকাস্থ যুব ভবনে জাতীয় যুব দিবস ২০২৪ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। পরে যুব ভবন থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ পবন আকতারের সভাপতিত্বে যুব ভবন হলরুমে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ, সম্মাননা ক্রেস্ট প্রদান, ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় যুব দিবসের সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার বদরুজ্জামান বিশ্বাস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলী অর রেজা, সহকারি পরিচালক শ্যামল কুমার দাস প্রমুখ। জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ শহিদুল ইসলাম শিমুল এবং সফল আত্মকর্মী হিসেবে পলাশবাড়ী জোলাপাড়া এলাকার মোঃ রাসেল রহমানকে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button