কামরুল ইসলাম চট্টগ্রামঃ
লোহাগাড়া উপজেলা সহ সারাবিশ্বে এক সাথে ১৩ঐ অক্টোবর শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গাপুজা এই নিয়ে লোহাগাড়া উপজেলা ও থানা প্রশাসন একযোগে আইনশৃঙ্খলা বৈঠক করেন। এই বিষয়ে জানাযায় আসন্ন শারদীয় দূর্গাপূজা যথাযথভাবে উদযাপনের লক্ষে আইনশৃঙ্খলা ও প্রাক-প্রস্তুতিমূলক সভা ২৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইনামুল হাছানের সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল,মেজর আবু সাঈদ,লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফুর রহমান,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফয়েজুন্নেসা, উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান,আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলম,মাষ্টার মোবারক আলী,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার উপদেষ্টা অধ্যাপক স্বপন কুমার চৌধুরী,শিক্ষক সুনীল কুমার চৌধুরী, শিক্ষক সুজিত পাল,শিবপদ চৌধুরী,সাবেক সভাপতি শিবুরঞ্জন পাল,প্রসেনজিত পাল, সংগঠনের সভাপতি ডাঃ রিটন দাশ, সহ-সভাপতি শিক্ষক রিটন বিশ্বাস, শিক্ষক খোকন কান্তি নাথ,সাধারণ সম্পাদক প্রভাষক বাবলু শংকর নাথ,যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ দাশ, ডাঃ রাজিব রুদ্র,সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খোকন সুশীল, কার্যনির্বাহী সদস্য শিক্ষক সুমন মজুমদার হিরো,রবি শংকর দাশ ও রনজিত দাশ নটু প্রমূখ। এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও উপজেলার বিভিন্ন পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।